ঢাবি ফজলুল হক হল পুনর্মিলনী: নিবন্ধনে সময় এক সপ্তাহ বাড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 04:40 PM
Updated : 30 April 2017, 04:40 PM

আগ্রহীরা ৭ মে পর্যন্ত নিবন্ধন করতে পারবেন বলে রোববার হলটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানিয়েছে।

আগামী ১৯ মে ঐতিহ্যবাহী এ হলটির পুনর্মিলনী ও সাধারণ সভা হবে।

অবিভক্ত বাংলার তখনকার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামে ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটির যাত্রা শুরু।

পুনর্মিলনীর এ অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনের জন্য ৩০ এপ্রিল শেষ সময় রাখা হয়েছিল। সম্ভাব্য অংশগ্রহণকারীদের অনুরোধের প্রেক্ষিতে এ সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হলো।

সরাসরি অথবা অনলাইনে www.fhdualumni.org ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে। এছাড়া যোগাযোগের জন্য ০১৭১৩০৬৮১২২, ০১৭১১২৩৬২৭১, ০১৮১৯৮৪৯৪৩১ এবং ০১৭৫৬৭৯৮৭৫২ নম্বরে অথবা fhhallalumni@gmail.com ই-মেইল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পুনর্মিলনীর বিষয়ে ফেইসবুক পেজ

https//wwwfacebook.com/groups/819747021497709/permalink/855822997890111/ এ বিস্তারিত তথ্য দেওয়া আছে।