ঢাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ, দগ্ধ ৪

ঢাকার এলিফ্যান্ট রোডে বহুতল একটি ভবনের বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 02:02 PM
Updated : 30 April 2017, 06:32 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, (ফাইল ছবি)

রোববার সন্ধ্যায় ওই চারজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- মোনায়েম হোসেন (৩৮), সোহেল হোসেন (২৮), আলী রেজা (৩০) ও উৎপল চক্রবর্তী (৪৫)।

এদের মধ্যে উৎপল একজন প্রকৌশলী। বাকিদের মধ্যে মোনায়েম রং মিস্ত্রি; অন্যরা একটি ইন্সুরেন্স কোম্পানির কর্মচারী। তাদের দেহের কী পরিমাণ দগ্ধ হয়েছে, তা জানা যায়নি।

নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসির (শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র) কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হওয়ার  এই ঘটনা ঘটে।”

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলিফ্যান্ট রোডের ইষ্টার্ন মল্লিকার পেছনে ‘বসতি’ নামের একটি ১২তলা ভবনের নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে।

“নিচতলাটি সম্প্রতি একটি ইন্সুরেন্স কোম্পানি ভাড়া নিয়েছে। সেখানে ভবনের কক্ষগুলো রংয়ের কাজ চলছিল। কাজ চলার সময় সন্ধ্যা ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে,” প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন বাচ্চু মিয়া।