সাভারে বাস থেকে অস্ত্রসহ ৩ ‘জঙ্গি’ গ্রেপ্তার

ঢাকার সাভারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 07:48 PM
Updated : 28 April 2017, 08:17 AM

তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের কাছ থেকে পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও উগ্রপন্থি বই উদ্ধার করা হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানান।                            

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ ফুলবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যা ব-৪ নবীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল হাকিম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে নিয়মিত তল্লাশি চলাকালে মানিকগঞ্জের ঝিটকা থেকে ঢাকার গাবতলীতে চলাচলকারী ‘ভিলেজ লাইন’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

“এ সময় জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।”

তিনি জানান, র‌্যাব ক্যাম্পে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ঢাকায় র‌্যাব সদরদপ্তরে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।