শবে বরাত ১১ মে

শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১১ মে রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 02:28 PM
Updated : 27 April 2017, 02:33 PM
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি বলেন, “বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার শাবান মাসের চাঁদ দেখা যায়। চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪৩৮ হিজরির শাবান মাস। সেই হিসেবে ১১ মে দিবাগত রাতে লাইলাতুল বরাত পালিত হবে।”

মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ শবে বরাতের রাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ সৃষ্টিকর্তার আনুগত্য লাভের আশায় প্রার্থনায় অংশ নেয়। মুসলমানদের কাছে এ রাত ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত।

চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।