কারখানায় ঝুঁকি কমাতে আড়াইশ কোটি টাকার প্রকল্প

পোশাক খাতের বাইরে বিভিন্ন শিল্প কারখানায় ঝুঁকি কমাতে দুইশ থেকে আড়াইশ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 01:36 PM
Updated : 27 April 2017, 01:36 PM

মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার এ কথা জানান।

তিনি বলেন, “একটি প্রকল্প প্রস্তুত করা হচ্ছে, যেখানে ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় হবে। এর পুরোটাই সরকার জোগান দেবে।”

রি-রোলিং মিল, বয়লার ও কেমিকেল শিল্প, জাহাজ নির্মাণ প্রভৃতি শিল্পে নিরাপত্তা নিশ্চিত করতে জন্য এই প্রকল্প নেওয়া হচ্ছে। কারখানা পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে।

২০১৩ সালে রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক শিল্পে পূর্ণ মনোযোগ ছিল বলে জানান শ্রম সচিব। সে খাতে উত্তরণের পর এখন অন্য খাতে নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, “শ্রম আইন সবার জন্য। তাই নিরাপদ কর্মপরিবেশ কেবল এক খাতে না, সব খাতের জন্য।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে ৮৩ লাখ অর্থনৈতিক ইউনিট আছে বলে জানান প্রতিমন্ত্রী।

“এ সবগুলো একত্রে সম্ভব নয়। এ কারণে আমরা অগ্রাধিকার নির্ধারণ করছি। প্রথমে ছিল তৈরি পোশাক, এখন কেমিকেল, রি-রোলিং, ইত্যাদিতে আমরা যাচ্ছি।”

ইপিজেডের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সরাসরি সম্পর্ক নেই জানিয়ে চুন্নু বলেন, এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। সেখানে আলাদা আইন আছে এবং শ্রমিকদের জন্য প্রস্তাবিত ওয়ার্কার্স ওয়েলফেলার অ্যাসোসিয়েশন আছে।