বাণিজ্য-অর্থনীতি বিষয়ে যৌথ কমিশনে আগ্রহী বেলারুশ

বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে বাংলাদেশের সঙ্গে যৌথ কমিশন গঠনে আগ্রহী পূর্ব ইউরোপের দেশ বেলারুশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 04:03 PM
Updated : 26 April 2017, 04:03 PM

বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে বেলারুশের শিল্পমন্ত্রী ভিতালি ভব্ক এ আগ্রহ প্রকাশ করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রেস সচিব বলেন, অর্থনৈতিক সহযোগিতার গতিময়তা অনুসন্ধান ও তা বেগবান করতে এ বিষয়ে আলোচনা বসায় গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বেলারুশের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও জানিয়েছেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রকৌশলসহ কৃষিখাতের শ্রমিকদের যন্ত্র ব্যবহারে বেলারুশ প্রশিক্ষণ দিতে আগ্রহী বলে জানিয়েছেন সেদেশের মন্ত্রী।

বেলারুশের এ উদ্যোগকে স্বাগত জানান শেখ হাসিনা। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ভারী যন্ত্রপাতির একটি সার্ভিস সেন্টারও চালু করার কথা জানিয়েছেন ভিতালি। পাশাপাশি এ সেন্টারের মাধ্যমে বাংলাদেশে এ ধরনের যন্ত্রপাতি সংযোজনও করা হবে বলে জানিয়েছেন তিনি।

এসময় শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সুবিধার কথা তুলে ধরেন।

সোভিয়েত ইউনিয়নে অন্তর্ভুক্ত থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বেলারুশের সমর্থনের কথা উল্লেখ করে তাদেরকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।