অস্ট্রেলিয়ান দূতাবাসে চাঁদা চেয়ে বোমার হুমকি

ঢাকায় অস্ট্রেলিয়ান দূতাবাসে এক ই-মেইলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা না দিলে বোমার বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 06:07 PM
Updated : 25 April 2017, 06:07 PM

মঙ্গলবার সকালে দূতাবাসের অ্যাকাউন্টে ওই ই-মেইল পাঠানো হয় বলে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। ওই দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ই- মেইলে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে। টাকা না পেলে দূতাবাসে বোমার বিস্ফোরণ ঘটানো হবে এবং দূতাবাসের লোকজনের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।”

ই-মেইলে মুন্না এন্টারপ্রাইজের নামে জনতা ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা করতে বলা হয়েছে। একটি টেলিফোন নম্বরও দেওয়া হয়েছে। তাদের বিষয়ে কোনো খোঁজ-খবর করতেও নিষেধ করা হয়েছে।

দূতাবাসের এক কর্মকর্তা গুলশান থানায় জিডি করেছেন জানিয়ে ওসি সিদ্দিক বলেন, “ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তারা এ ঘটনার তদন্ত করছেন।

“অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর দেওয়ায় খুব শিগগিরই অপরাধীকে বের করা যাবে।”

অন্যকে ফাঁসানোর জন্য কেউ এই কাজ করে থাকতে পারে বলে সন্দেহের কথা বলেন তিনি।