ভারতে মুক্তিযোদ্ধাদের মাল্টিপল ভিসা বুধবার থেকে

মুক্তিযোদ্ধাদের জন্য ভারতের পাঁচ বছরের মাল্টিপল ভিসা বুধবার থেকে চালু হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 03:27 PM
Updated : 25 April 2017, 04:08 PM

চলতি মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুক্তিযোদ্ধাদের জন্য এই ভিসাসহ কয়েকটি সুবিধা দেওয়ার ঘোষণা দেন।

এই ভিসা পেতে আগ্রহী মুক্তিযোদ্ধারা ঢাকার গুলশানে ভারতীয় ভিসা আবেদন সেন্টার (আইভিএসি) এবং ঢাকার বাইরে আট সেন্টার চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, ময়মনসিংহ ও রংপুরে বুধবার থেকে আবেদন জমা দিতে পারবেন বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।

আবেদনে অন্যান্য কাগজপত্রের সঙ্গে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র দাখিল করতে হবে বলে হাই কমিশন জানিয়েছে।

গত ৮ এপ্রিল নয়া দিল্লির মানেক শ সেন্টারে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সাত যোদ্ধার পরিবারের হাতে সম্মাননার পদক ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দেন।

পাঁচ বছরের মাল্টিপল ভিসার পাশাপাশি মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে মুক্তিযোদ্ধা পরিবারের আরও ১০ হাজার সদস্যকে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এছাড়া বিশেষ মেডিকেল স্কিম ‘মুক্তি এলাজ’র আওতায় প্রতিবছর ১০০ মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি।