চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য দশ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 06:59 AM
Updated : 23 April 2017, 06:59 AM

তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।”

লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। আগামী ৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে বলে প্রেস সচিব জানিয়েছেন।

এর আগে গত বছর অগাস্টেও লন্ডন সফর করেন রাষ্ট্রপতি হামিদ। এবারের সফরে স্ত্রী রাশিদা খানম এবং পরিবারের কয়েকজন সদস্যও তার সঙ্গে থাকছেন। এছাড়া বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তাও তার সফরসঙ্গী হচ্ছেন।

৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত।