জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নফাঁসের’ প্রতিবাদ

জনতা ব্যাংক নির্বাহী কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এনে প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে চাকরিপ্রার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 03:26 PM
Updated : 22 April 2017, 03:26 PM

শনিবার বিকালে ৪টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনের এ মানববন্ধন থেকে প্রশ্নফাঁসকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি ফের পরীক্ষা নেওয়া দাবিও জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া চাকরি প্রার্থীরা অংশ নেন।

তারা ফের লিখিত পরীক্ষা নেওয়া দাবিতে রোববার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচিও ঘোষণা করেন।

পরীক্ষার্থী রকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। একইসঙ্গে প্রশ্নফাঁসকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি।

তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশকে যারা মেধাহীন করে তুলবার ষড়যন্ত্র করছে, তাদের রুখে দিতে হবে।”

এছাড়া মানববন্ধনে চাকরিপ্রার্থীদের মধ্যে মো. জায়িদ ইমরুল ও রোকনুজ্জামান রাকিবসহ অন্যরা বক্তব্য দেন।