কোরীয় নারীকে হত্যায় রেস্তোরাঁকর্মীর যাবজ্জীবন

ছয় বছর আগে ঢাকায় এক কোরীয় রেস্তোরাঁ মালিকের স্ত্রীকে হত্যার ঘটনায় ওই রেস্তোরাঁর এক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 07:37 AM
Updated : 20 April 2017, 07:37 AM

ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

মামলার একমাত্র আসামি মানিক সরকারকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

রায়ের সময় কাঠগড়ায় দাঁড়ানো ৩২ বছর বয়সী মানিক এই সাজার আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন।

মামলার বিবরণে জানা যায়, নিহত রো জং শিংন ছিলেন গুলশানের আরিরাং রেস্তোরাঁর মালিকের পার্ক জ্যাং শিংন এর স্ত্রী। আর মানিক সেখানে ক্লিনারের কাজ করতেন।  

বেতন নিয়ে বিরোধিতার জেরে ২০১১ সালের ৯ নভেম্বর সকালে মানিক সরকার ধারালো চাকু দিয়ে ৬৯ বছর বয়সী রো জং শিয়নের ঘাড় ও গলায় আঘাত করেন।

ওই ঘটনা দেখে এক গৃহকর্মী চিৎকার করলে মানিক পালিয়ে যান। আহত রো জং শিয়নকে প্রথমে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে পরে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। ১৭ নভেম্বর সেখানেই তার মৃত্যু হয়।

ওই ঘটনায় ৯ নভেম্বর গুলশান থানায় মামলা করেন পার্ক জ্যাং শিয়ন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন পুলিশ পরিদর্শক নূরে আলম মিয়া।

এর মধ্যে পুলিশ মানিক সরকারকে গ্রেপ্তার করলে তিনি হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মোট ১৫ জনের সাক্ষ্য শুনে আদালত বৃহস্পতিবার মানিককে দোষী সাব্যস্ত করে রায় দেয়।