নতুন পে-স্কেলে অবসর সুবিধা দাবিতে কর্মবিরতির ঘোষণা বুয়েট শিক্ষকদের

নতুন পে-স্কেল অনুযায়ী অবসর সুবিধার দাবিতে আগামী সোমবার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 01:53 PM
Updated : 12 April 2017, 03:52 PM

বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এই ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদা নিলুফার।

তিনি বলেন, “যারা অবসরে যাবেন তাদের সরকার ঘোষিত ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী সুবিধা দেওয়া হবে না বলে আমাদের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।এটা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায্য।”

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রাকিব এহসান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন পে-স্কেল অনুযায়ী অতিদ্রুত অবসর সুবিধা না দিলে ১৭ এপ্রিল থেকে শিক্ষক ও কর্মকর্তারা কাজে অসহযোগিতা এবং কাজকর্ম থেকে বিরত থাকবেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. বাসিত এবং সাবেক সভাপতি মো. এহসানসহ দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।