প্রধানমন্ত্রীকে আ. লীগের ‘গণসংবর্ধনা’ হচ্ছে না

ভারত সফর শেষে ঢাকায় ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণসংবর্ধনার’ যে কর্মসূচি আওয়ামী লীগ নিয়েছিল, তা বাতিল করেছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 03:52 PM
Updated : 9 April 2017, 03:56 PM

প্রধানমন্ত্রী ফেরার আগের দিন রোববার রাতে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে সোমবার দেশে ফিরবেন। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে যে গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত ছিল, তা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।”

যানজটের শহর ঢাকায় বড় রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছে। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরলে তাকে সংবর্ধনায় যানজটের ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।  

সর্বশেষ গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরলে এই কর্মসূচির কারণে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ব্যাপক যানজট হয় ঢাকায়।

চার দিনের সফরে গত শুক্রবার নয়া দিল্লি যান প্রধানমন্ত্রী। সোমবার তার দেশে ফেরার কথা। প্রধানমন্ত্রী ফিরলে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে তাকে ‘গণসংবর্ধনা’ দেওয়ার কথা বলেছিলেন আওয়ামী লীগ নেতারা।