রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিবেদন পেশ

বিচারকদের বিচারিক ক্ষমতা জনগণের বৃহত্তর স্বার্থে ব্যবহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 02:15 PM
Updated : 30 March 2017, 02:15 PM

বৃহস্পতিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

প্রতিনিধি দল এ সময় কমিশনের ২০১৬ সালের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের সদস্যদের অবশ্যই তাদের ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহার করা উচিত।”

“রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়। বিচারকরা যদি সততা, একাগ্রতার সাথে কাজ করে তাহলে জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত হয়।”

দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে আবদুল হামিদ আশা করেন, আগামী দিনগুলোতে বিচার বিভাগও এগিয়ে যাবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রতিবেদন পেশ করার সময় কমিশনের চেয়ারম্যান বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন এবং প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রেস সচিব বলেন,  প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতিকে সহকারী জজ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন এবং অবকাঠামোসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।”

রাষ্ট্রপতি কমিশনের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।