পর্যটন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা ট্রাভেল মার্ট-২০১৭ নামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করছে ইউ-এস বাংলা এয়ারলাইন্স।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 08:17 PM
Updated : 11 April 2017, 03:24 AM

মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ও পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’র সম্পাদক কাজী ওয়াহিদুল আলম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ মার্চ থেকে ১ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় দর্শনার্থীদের প্রবেশের জন্য ৩০ টাকা লাগবে।

বিমানমন্ত্রী রাশেদ খান মেননের মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির বেশি সংস্থা মেলায় অংশ নেবে। মেলায় দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমানের টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মেলা চলাকালে ১ এপ্রিল সোনারগাঁও হোটেলে ‘হালাল পর্যটনের বিকাশ-বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ইমরান আসিফ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (সেলস) আবু তাহের বক্তব্য দেন।