ঢাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর জোয়ার সাহারায় সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 03:28 PM
Updated : 28 March 2017, 05:59 PM

মঙ্গলবার রাতে ভাটারা থানা এলাকার জোয়ার সাহারা বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনায় চার পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

ভাটারা থানার ওসি নূরুল মোত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার পর নাসা গ্রুপের প্রতিষ্ঠান কিমিয়া গামেন্টসের কর্মীরা সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ শুরু করে।এতে রাস্তার দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে গেলে পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয়।আটকা পড়ে কয়েকশ’ গাড়ি।

ওসি বলেন, “প্রথমে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা খালির চেষ্টা করা হয়।কিন্তু একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে।”

এতে নিজেসহ চার পুলিশ সদস্য আহত হন জানিয়ে ওসি বলেন, তখন লাঠিপেটা ও টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।   

এর আগে সোমবার ওই তৈরি পোশাক কারখানাটি মালিকপক্ষ বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। বকেয়া পাওনা পরিশোধসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকরা এদিন আন্দোলনে নামে।

মালিকপক্ষ সব পাওনা পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা দ্রুত এবং সর্বশেষ বিধি মোতাবেক পরিশোধের দাবি করছে।