আইপিইউ সম্মেলন: সংসদ ভবনে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সংসদ সচিবালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 11:17 AM
Updated : 28 March 2017, 12:08 PM

আগামী ১-৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে সংসদের দক্ষিণ প্লাজায়; বাকি সভাগুলো হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

সংসদ সচিবালয়ের সার্জেন্ট-অ্যাট-আর্মস ক্যাপ্টেন মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইপিইউ সম্মেলন চলাকালীন সংসদ সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। ওই সময়ে সংসদের অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।”

১ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানের দিন আইপিউ সম্মেলন উপলক্ষে দেওয়া পরিচয়পত্র ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

কোনো দর্শনার্থীর সংসদ ভবনে ঢুকতে গেলে সংসদ সদস্য বা সংসদ সচিবালয়ের কর্মকর্তার চাহিদাপত্র মোতাবেক পাস সংগ্রহ করতে হয়। আইপিইউ সম্মেলন চলাকালীন এ পাস দেওয়া হবে না বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

ঢাকায় এবারই প্রথমবারের মত আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের প্রেসিডেন্ট।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়, ‘রিড্রেসিং ইনইকুয়ালিটিস: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল-বিয়িং ফর অল’।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং পার্লামেন্ট মেম্বারসহ প্রায় ১৫ শতাধিক মানুষ সম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে ছয়শ আইন প্রণেতা, ৪৮ জন স্পিকার ও ২৯ জন ডেপুটি স্পিকার রয়েছেন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১৫টি হোটেল ঠিক করা হয়েছে।

আইপিইউ সম্মেলন উপলক্ষে নতুন ডাকটিকেটও অবমুক্ত করা হবে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবারের সম্মেলনের মূল আয়োজক।

১৮৮৯ সালে প্রতিষ্ঠিত আইপিইউর সদর দপ্তর সুইজার ল্যান্ডের জেনেভায়। বর্তমানে আইপিইউভুক্ত সদস্য সংখ্যা ১৭০টি এবং সহযোগী সদস্য সংখ্যা ১১টি। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ আইপিইউর সদস্যপদ লাভ করে।