রুবেল হত্যা: এসি আকরামের খালাসের রায় বহাল

আলোচিত শামীম রেজা রুবেল হত্যা মামলায় পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসি) মো. আকরাম হোসেনের খালাসের রায় এবং এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 11:00 AM
Updated : 28 March 2017, 11:00 AM

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সরকার এবং হায়াতুলের করা আবেদন নিষ্পত্তি করে এ রায় দেয় আপিল বিভাগ।

আদালতে এসি আকরামের পক্ষে আইনজীবী ছিলেন এসএম শাহজাহান। হায়াতুলের পক্ষে ছিলেন মনসুরুল হক চৌধুরী।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ১৯৯৮ সালের ২৩ জুলাই গোয়েন্দা পুলিশের এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল ৫৪ ধারায় আটক করে।

পরে ডিবি হেফাজতে থাকাবস্থায় রুবেলের মৃত্যু হয়। রুবেলের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়।

এ মামলায় বিচার শেষে ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত ২০০২ সালের ১৭ জুন এক রায়ে ১৪ জনকে সাজা দেয়। এর মধ্যে এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মুকুলি বেগম নামের এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন আসামিরা। ২০১১ সালের ৫ মে দেওয়া হাই কোর্টের রায়ে একমাত্র হায়াতুল ইসলাম ঠাকুরের সাজা বহাল রাখা হয়। এসি আকরামসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৩ জনকে খালাস দেওয়া হয়।

তার সঙ্গে খালাস পাওয়া অন্যরা হলেন- পরিদর্শক আমিনুল ইসলাম, এসআই আমীর আহমেদ তারেক, নুরুল আলম, এএসআই আবদুল করিম, হাবিলদার নুরুজ্জামান, কনস্টেবল রাতুল পারভেজ, মীর ফারুক, মং শে ওয়েন, আবুল কালাম আজাদ, কামরুল হাসান, জাকির হোসেন ও মুকুলি বেগম।

এ রায়ের পর ওই বছরের ৯ মে কারাগার থেকে মুক্তি পান এসি আকরাম। এসি আকরামকে খালাস দেওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। অন্যদিকে সাজার বিরুদ্ধে হায়াতুলও আপিল করেন।

এ দুটি আপিলের ওপর শুনানি শেষে তা নিষ্পত্তি করে রায় দিল আপিল বিভাগ। রায়ে হাই কোর্টের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।