বংশালে ‌‘বিক্রিত দোকান’ দখল চেষ্টার অভিযোগ

রাজধানীর বংশালে একটি দোকান বিক্রির পর তা আবারও ক্রেতার কাছ থেকে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 12:26 PM
Updated : 27 March 2017, 12:26 PM

সোমবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন দোকানটির ক্রেতা দাবিদার ব্যবসায়ী মাহবুব এলাহী ফারুক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০৫ সালে শাহীনুর আক্তার পুতুল, হাসিনুর আক্তার খেলনা, কোহিনুর আক্তার জলি, হালিমা আক্তার জুলিয়া ও জোনায়েত আনোয়ার মানিকের কাছ থেকে বংশালের একটি দোকান ১৩ লাখ টাকায় কেনার চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী পাঁচ লাখ টাকা নগদে ও আট লাখ টাকা পে-অর্ডারে প্রদান করার কথা হলেও সব টাকা নগদে পরিশোধ করেছিলেন দাবি করে ব্যবসায়ী ফারুক বলছেন, ২০০৬ সালে নগদ টাকা বুঝে নেওয়ার পরও মানিক পে-অর্ডারের আট লাখ টাকা পাননি বলে আদালতে মামলা করেন।

“মানিক ছোট ওই ব্যাটারির দোকানের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পর দোকানটি দখলের পায়তারা করছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন ফারুক।

অভিযোগের বিষয়ে জোনায়েত আনোয়ার মানিক বলেন, “ফারুক আমার পৈতৃকভাবে পাওয়া দোকানটি দখল করে রেখেছেন। আদালতে মামলা করলে তিনি হেরেও যান। এখন নানা ফন্দি ফিকির করে দোকান দখল রাখতে চান।”

আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন মন্তব্য করে মানিক বলছেন, “আইন এ নিয়ে যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব।”