শাহজালালে ৭ কেজি সোনা আটক 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের উড়োজাহাজ থেকে প্রায় সাত কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 12:57 PM
Updated : 26 March 2017, 01:02 PM

রোববার দুপুর পৌনে ৩টায় ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের ওই ফ্লাইট থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান।

তিনি বলেন, টিজি৩২১ ফ্লাইটটি ব্যাংকক থেকে দুপুর পৌনে ২টায় ঢাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল তাতে তল্লাশি চালায়। 

“তল্লাশির এক পর্যায়ে ওই উড়োজাহাজের ইকোনমি ক্লাসের ৫২কে নম্বর সিটের কভারের ভেতরে সোনার বারগুলো পাওয়া যায়।”

সে সময় ওই আসনে কোনো যাত্রী ছিলেন না বলে জানান তিনি।

উদ্ধার করা সোনার বারগুলো প্রতিটি দশ তোলা করে জানিয়ে মইনুল খান বলেন, এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।

সোনাগুলো কিভাবে আনা হয়েছে তা এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।