সাবেক ছাত্রলীগ নেতা রাসেল বারডেমের আইসিইউতে

কিডনি জটিলতায় অসুস্থ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ রাসেল রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 11:07 PM
Updated : 25 March 2017, 11:07 PM

উন্নত চিকিৎসার তাকে বিদেশে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছে রাসেলের পরিবার।

রাসেলের ভাই মিজানুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাইয়ার অবস্থা খুব একটা ভালো না। আজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাফুজ্জামান শিখর ভাই এসেছিলেন। তিনি সকল কাগজপত্র নিয়ে গেছেন, বলেছেন প্রধানমন্ত্রীর ডাক্তার লেলিন খানকে দেখাবেন।

“আমরা বলেছি, রাসেল ভাইকে যেন দ্রুত বিদেশে চিকিৎসা করানোর ব্যবস্থা করেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।”

রাসেল এক মাস ধরে হাসপাতালে ভর্তি থাকলেও তার অবস্থার উন্নতি হয়নি জানিয়ে মিজানুর বলেন, “এক মাসে উন্নতি না হয়ে অবনতির দিকে যাওয়ায় তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে।”

রাসেলের কিডনিতে দুটি টিউমার ধরা পড়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান মিজানুর।

ছাত্রলীগের ব্গিত কমিটির দপ্তর সম্পাদক রাসেলের রাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার ইয়াসিন আকন্দ কান্দি (শেখ বাড়ি) গ্রামে।

ঢাকা কলেজে পড়া সময় থেকে সংগঠনে সক্রিয় রাসেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হয়ে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পান।