বিমানবন্দর সড়কে বিস্ফোরণ: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

ঢাকার শাহজালাল বিমানবন্দর সড়কে পুলিশ বক্সের সামনে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 04:29 PM
Updated : 25 March 2017, 04:29 PM

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় শনিবার বিমানবন্দর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর সড়কের গোলচত্বরের কাছে বিস্ফোরণে নিহত ব্যক্তির কোমরে বোমা বাঁধা ছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

ঘটনাটিকে ‘আত্মঘাতী হামলা’ দাবি করে আইএসের নামে দায় স্বীকারের বার্তা এলেও ডিএমপি পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলছেন, এটি কোনো হামলার ঘটনা নয়, ওই ব্যক্তি বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

এই মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক এজাজ শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, ওই যুবক বোমা ফাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।

নিহত ওই যুবক কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য কিনা তা এজাহারে উল্লেখ করা হয়নি বলে জানান তিনি। তার পরিচয়ও এখনো উদ্ধার হয়নি।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে শরীর থেকে বিভিন্ন নমুনা সংরক্ষণ করা হয়েছে।