বিমানবন্দর সড়কে বোমা নিষ্ক্রিয় করার সময় আহত ২

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর তার ব্যাগে পাওয়া বোমা নিষ্ক্রিয় করার সময় আহত হয়েছেন দুই পথচারী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 07:01 PM
Updated : 25 March 2017, 03:11 AM

এ সময় ঘটনাস্থলের কাছে রাখা পুলিশের একটি গাড়ির কাচও ভেঙেছে বলে বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বর পুলিশ বক্সের সামনে বিস্ফোরণে এক যুবক ঘটনাস্থালেই নিহত হন।

ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া পরে সাংবাদিকদের বলেন, এক ব্যক্তি ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে এবং অন্য কেউ এ ঘটনায় আহত হননি।

নিহত ব্যক্তির সঙ্গে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে পরে আরও বিস্ফোরক পাওয়া গেলে সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।

ওসি নূরে আজম জানান, রাত পৌনে ১১টার দিকে প্রথম বোমাটি নিরাপদেই নিষ্ক্রিয় করা হয়।

এর এক ঘণ্টা পর দ্বিতীয় বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে স্প্লিন্টার ছড়িয়ে পড়লে কিছুটা দূরে থাকা দুই পথচারী আহত হন বলে জানান ওসি। 

বোমা নিষ্ক্রিয় করার সময় দুই দফাতেই বিমানবন্দর সড়কে মিনিট দশেক যান চলাচল বন্ধ রাখা হয়।

কিন্তু দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটানোর সময় ঘটনাস্থলের কাছে রাখা পুলিশের একটি গাড়ির কাচ ভেঙে যায়।

আহতদের হাসপাতালে পাঠানোর কথা জানালেও তাদের নাম পরিচয় বলতে পারেননি ওসি।