বাংলাদেশিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় ট্রাম্প

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 01:48 PM
Updated : 24 March 2017, 06:45 PM

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আলাদা দুটি বার্তা পাঠিয়ে এ শুভেচ্ছা জানানো হয় বলে শুক্রবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্রাম্প বলছেন, ২৬ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে শুভ-কামনা পৌঁছে দিতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘বন্ধুত্ব’ ও ‘সহযোগিতার’ ওপর জোর দিয়ে গত চার দশকে দুই দেশের সম্পর্ক ‘দৃঢ় ও গভীর’ হয়েছে বলে মন্তব্য করেন জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করা ট্রাম্প।

দুই বার্তাতেই তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় আমাদের দুই দেশ গুরুত্বপূর্ণ সহযোগী।

“২৬ মার্চ স্বাধীনতা উদযাপনের দারপ্রান্তে আপনি এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে শুভ-কামনা পৌঁছে দিতে পেরেও আমি সম্মানিত বোধ করছি।”