শাহজালালে সোনার বিস্কুটসহ মালয়েশিয়াফেরত যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াফেরত এক যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 07:27 AM
Updated : 24 March 2017, 07:27 AM

আটক মো. মহিউদ্দিন মিয়ার (৪২) বাড়ি কুমিল্লার চান্দিনায়। শুক্রবার সকাল ৭টায় কুয়ালালমপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামার পর তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান।

“গ্রিন চ্যানেল অতিক্রম করে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দুই পায়ের মোজার ভেতর পায়ের তালুতে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে আটকানো সোনার বিস্কুটগুলো উদ্ধার করা হয়।”

বিস্কুটগুলোর প্রতিটির ওজন ১০০ গ্রাম; উদ্ধার এক কেজি সোনার বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে মইনুল জানান।

“আটক মহিউদ্দিন মালয়েশিয়ায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন বলে আমাদের জানিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে স্বর্ণের বারগুলো বহন করার কথা বলেছেন।”

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে মহাপরিচালক জানান।