পুরান ঢাকায় ১ হাজার টেলিফোন বিকল

কেবল চুরির কারণে রমনা টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন পুরান ঢাকার এক হাজারের বেশি টেলিফোন বিকল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 11:39 AM
Updated : 22 March 2017, 11:39 AM

বুধবার টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড(বিটিসিএল)এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৯৫ নবাবপুর রোডে ১৮০০ জোড়া কেবল চুরি হওয়ায় মোট সাতটি টেলিফোন কেবিনেটের আওতাধীন বাংলাবাজার, কোট© কাচারী, সদরঘাট, কোতোয়ালি থানা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকার এক হাজার ২০টি টেলিফোন বিকল হয়ে পড়েছে।

কেবল চুরির বিষয়ে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (নং-২২, ২১/০৩/২০১৭)। চুরি যাওয়া কেবল মেরামতের কাজ জরুরি ভিত্তিতে শুরু হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে এসব টেলিফোনচালু সম্ভব হবে বলেও জানায় বিটিসিএল।