রাজধানীতে ‘মানব পাচার চক্রের’ ৯ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘মানব পাচারকারী চক্রের’ সন্দেহভাজন নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 08:40 AM
Updated : 22 March 2017, 10:17 AM

অভিযানে আরও নয়জনকে উদ্ধার করা হয়েছে, যারা দালালের খপ্পরে পড়ে পাচার হওয়ার প্রক্রিয়ায় ছিলেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বুধবার কারওয়ানবাজারে সংবাদ সম্মেলন করে অভিযানের তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর, উত্তরা, বাড্ডা ও পল্টন এলাকা থেকে গ্রেপ্তার ওই নয়জন ‘আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের’ সঙ্গে জড়িত।

এরা হলেন- মো. বাদশা শেখ (৩৮), মো. মামুন (২৪), মো. রিপন হোসেন (২৯), মো. নাসির উদ্দিন (৩৭), মো, মনিরুজ্জামান (৩৬), সজল কুমার বাইন (৩৫), মো. নাসির উদ্দিন (৫৩), মো. আহসানুজ্জামান ওরফে সোহাগ (২৮) ও মো. রাজিব (৩২)।

আর যে নয়জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মালয়েশিয়া ও সাইপ্রাসে পাচারের জন্য বিমানবন্দর এলাকায় রাখা হয়েছিল বলে তুহিন মোহাম্মদ মাসুদ জানান।

এই নয়জন হলেন- মো. জজ মিয়া (২৩), মো. সুমন (২৪), মো. শফিকুল ইসলাম (২৬), মো. মাহবুব মিয়া (২৩), মো. ফরহাদ মিয়া (২৬), গোলাম রব্বানী (১৮), সুজন দাস (২৪), আলমগীর হোসেন (৩৫) ও মো. হাবিবুর (২৩)।

অভিযানে পাচার চক্রের সদস্যদের কাছে থেকে ভিসা-পাসপোর্ট জালিয়াতির বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।