গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের বিক্ষোভ

২১ মার্চ বিশ্ব গার্হস্থ্য অর্থনীতি দিবসের কর্মসূচি পালন না করে ঢাকার রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 06:18 PM
Updated : 21 March 2017, 06:18 PM

কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গত ১১ মার্চ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তারা।

মঙ্গলবার প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী, বুয়েট, নীলক্ষেত হয়ে নিজেদের কলেজে ফিরে আসে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম মুখপাত্র সাবরিন সুলতানা সুমীনূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোম ইকনোমিক্স নিয়ে আমরা ভালো অবস্থানে নেই। কলেজ নিয়ে আমাদের সমস্যা আর ক্ষোভ অনেক বেশি। ক্ষোভ থেকেই দিবসটি আমরা পালন করছি না।”

চলমান অস্থিরতার কারণে এই দিবস উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করেননি বলে জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া।

“আমরা একটি ক্রোড়পত্র দিয়েছি পত্রিকায়। সারা দেশ থেকে কয়েক হাজার মানুষের জড়ো হওয়ার কথা ছিল, আমরা একটি র‍্যালি করতাম। কিন্তু আমাদের জমায়েতের কারণে যদি চলমান ক্রাইসিস বেড়ে যায়, তাই আমরা র‍্যালি বাতিল করেছি।”