ঢাকায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

ঢাকা জেলার দোহার থানার নারিশা এলাকার ইমান আলী ফকির হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 05:55 PM
Updated : 21 March 2017, 05:55 PM

মঙ্গলবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম  কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন- রুবেল, মোশারফ হোসেন ওরফে মোশা, আরিফুল ইসলাম ওরফে নয়ন, জহির ও মহিউদ্দিন ওরফে মহিন।

এদের মধ্যে জহির আদালতে হাজির ছিলেন। অপর চার আসামি পলাতক।

রায়ের বিবরণে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের ১৪ মার্চ সকালে ইমান আলী দোহার থানার হলের বাজার থেকে বাড়ি ফেরার পথে সুতারপাড়া হোসেনের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে আসামিরা তার মাথায় আঘাতের চেষ্টা করে।

তিনি মাথা নিচু করলে আঘাত পিঠে লেগে মারাত্মক জখম হয়। এরপর আসামিরা ইমান আলীকে হকিস্টিক, লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফেলে যায়।

পরে স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ওই দিনই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মুকসিদুল দোহার থানায় মামলাটি দায়ের করেন। মামলা তদন্ত করে ওই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরের বছর ১২ এপ্রিল পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

মামলার বিচার চলাকালে ১৭ সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য দেন।