ছাত্র ইউনিয়নের সম্মেলন ২ এপ্রিল

আগামী ২ এপ্রিল কেন্দ্রীয় সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যাতে সংগঠনটির পরবর্তী নেতৃত্ব নির্বাচিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 11:49 AM
Updated : 21 March 2017, 11:49 AM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ৩৮তম জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।

বাম সংগঠনটির সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভসহ কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে ছিলেন।

‘ছাত্র-জনতা ঐক্য গড়, শিক্ষা-সংস্কৃতি রক্ষা কর’ এই স্লোগান নিয়ে এবারের সম্মেলন করছে ছাত্র ইউনিয়ন।

২ এপ্রিল সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলন উদ্বোধন করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এরপর বিকালে রাজু স্মারক ভাস্কর্যে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

৩ এপ্রিল টিএসসি মিলনায়তনে সকাল ১১টায় ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার হবে।

৪-৫ এপ্রিল ৬০০ প্রতিনিধির অংশগ্রহণে সংগঠনের কাউন্সিল হবে বলে জিলানী শুভ জানান।

তিনি বলেন, “লড়াই সংগ্রামকে বেগবান করার রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে গতিশীল রাখার জন্য আগামী ২ থেকে ৫ এপ্রিল চারদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।”

লাকী আক্তার জানান, সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, জার্মানি, সিরিয়াসহ বিভিন্ন দেশের ছাত্রসংগঠনের প্রতিনিধিরা যোগ দেবেন।

সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের সহ সভাপতি আবু তারেক সোহেল এবং আহ্বায়ক করা হয়েছে সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্তকে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লিটন নন্দী, সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাশ ও সাধারণ সম্পাদক মো. ফয়েজউল্লাহ উপস্থিত ছিলেন।