সাকিব-মুশফিককে ফোন, প্রধানমন্ত্রীর অভিনন্দন

শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 11:31 AM
Updated : 19 March 2017, 02:51 PM

কলম্বোতে ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলা বাংলাদেশ চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

ঐতিহাসিক এ জয়ের পরপরই প্রধানমন্ত্রী দলের সবাইকে অভিনন্দন জানান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।

তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্যা সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

“তিনি দলের সদস্যদের জন্য দোয়া করে বলেছেন, তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।”

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী টেলিফোনে কথা শেষ করেন ‘জয় বাংলা’ বলে।

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এই জয়ের মধ্য দিয়ে দেশের বাইরে চতুর্থ জয়েরর দেখা পেল বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে এটাই বাংলাদেশের সেরা টেস্ট জয়।