ইসলামবাগে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু

পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগে একটি বাসায় আগুন লেগে তা পাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 03:14 PM
Updated : 25 Feb 2017, 08:16 PM

শনিবার বিকালে ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকার আগুনে প্রাণহানির এই ঘটনা ঘটে।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান জানান, আগুন নেভানোর পর রাতে ভবনগুলোতে ঢুকে একটির সিঁড়িতে তিনজনের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন- শামীম মিয়া (২৮), তার স্ত্রী শীলা (২৩) এবং শীলার বোন সালেহা (১২)।

অগ্নিকাণ্ডের সময় শামীমের দুই শিশু সন্তান বাইরে ছিল বলে ফায়ার ব্রিগেডের ঢাকা বিভাগের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার পর তা পাশের তিনটি ভবনে ছড়িয়ে পড়ে।

“অপরিকল্পিতভাবে তৈরি এসব ভবনের কোনো কোনো অংশে দোতালা পর্যন্ত পাকা সিঁড়ি, ছাদ রয়েছে। এর উপরে টিন-কাঠ দিয়ে আরও তিন-চার তলা করা হয়েছে। প্রায় সব ভবনের উপরের অংশ পুড়ে দোতলায় ঠেকেছে।”

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ওই গুদামে আগুনের খবর পেয়ে বাহিনীর ১২টি ইউনিট গিয়ে তা নেভাতে কাজ শুরু করে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে আরও দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একজন প্রত‌্যক্ষদর্শী জানিয়েছেন।

এদিকে বিকালে লালবাগ চৌরাস্তা মোড়ে ‘মিঠাই স্বাদ’ নামের একটি খাবারের দোকানে  ‘বিস্ফোরণ’ থেকে আগুন লেগে এক নারীসহ নয়জন দগ্ধ হয়েছেন। এদের পাঁচজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।