ষষ্ঠ ধাপে স্মার্টকার্ড বিতরণ ৫ মার্চ থেকে

উন্নতমানের স্মার্টকার্ড বিতরণের ষষ্ঠ ধাপের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর সাতটি ওয়ার্ডে ৫ মার্চ থেকে শুরু হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 05:20 PM
Updated : 23 Feb 2017, 05:20 PM

ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের জানান, এ ধাপে ঢাকা দক্ষিণের ১৩, ২৪, ২৫, ৪৯, ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে মধ্য জুন পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মাইকিং ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি।

স্মার্টকার্ড নিতে আসা নাগরিকদের দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি সংগ্রহ করা হয়। নির্ধারিত দিনে এসে স্মার্টকার্ড সংগ্রহ করতে ব্যর্থ হলে পরবর্তীতে সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে গিয়ে তা নিতে হবে।