প্রভাতফেরিতে শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 08:46 AM
Updated : 21 Feb 2017, 08:46 AM
মঙ্গলবার সকালে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরির মিছিলে যোগ দেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আখতারুজ্জামান, বিভিন্ন হলের প্রভোস্ট, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন প্রভাতফেরিতে।

বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে তাদের মৌন মিছিল আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের মূল বেদীতে এসে শেষ হয়।

শ্রদ্ধা জানানোর পর উপাচার্য আরেফিন সিদ্দিক একুশের চেতনাকে মনেপ্রাণে ধারণ করতে শিক্ষক-শিক্ষার্থীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিটি হলের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরাও আলাদাভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।