‘পড়তে হবে খেলতে খেলতে’

সারাদিন বইয়ে মুখ গুঁজে থাকা নয়, বরং খেলার মধ‌্য দিয়ে পড়তে হবে- এক অনুষ্ঠানে এই পরামর্শ দেওয়া হয়েছে শিশুদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 05:13 PM
Updated : 19 Feb 2017, 05:13 PM

‘রিডিং ফর প্লেজার স্কিম’ এর অধীনে খেলার ছলে শিশুদের বই পড়ায় উৎসাহ বাড়াতে ‘কিডস রিড’ শীর্ষক এই আয়োজন ছিল ঢাকার ব্রিটিশ কাউন্সিলের।

এইচএসবিসি বাংলাদেশের সহায়তার এই আয়োজনে ঢাকার ১০টি স্কুলের ১ হাজার শিক্ষার্থী এবং ২০০ শিক্ষক অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসব স্কুলের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন শিশুদের উদ্দেশে বলেন, “তোমাদের সারাদিনই পড়ার দরকার নেই। যখন পড়তে ইচ্ছে করবে না, তখন খেলবে। আর খেলতে খেলতে পড়বে।”

মেয়র খোকন শিশুদের কাছে জানতে চান, তারা মাসে একদিন তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার করে কি-না?

শিক্ষার্থীরা জানায়, তারা প্রতি সপ্তাহে একদিন তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার করে।

তখন মেয়র বলেন, “শুধু স্কুল নয়, তোমাদের স্কুলের আশপাশ, সড়ক এসবও পরিষ্কার রাখবে। এভাবেই একটি সুন্দর নগরী গড়ে উঠবে।”

অনুষ্ঠানে এইচএসবিসির প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া দ্য মেরিকো ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহ্যাম উপস্থিত ছিলেন।

ব্রিটিশ কাউন্সিলের এই কর্মসূচির মাধ‌্যমে শিক্ষকদের কীভাবে শিশুদের বই পড়ায় আরও উৎসাহী করা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

এ কর্মসূচিতে উদয়ন উচ্চ বিদ্যালয়, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কাকলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, নালন্দা বিদ‌্যালয়, অরণী বিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, রেডিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয় অংশ নিচ্ছে।