ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করায় কারাদণ্ড

ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলা ভুয়া প্রমাণিত হওয়ায় কারাগারে যেতে হচ্ছে ঢাকার দোহারের এক নারীকে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 03:50 PM
Updated : 19 Feb 2017, 03:56 PM

জমিজমা নিয়ে বিরোধ থেকে ওই নারী তার এক আত্মীয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলাটি করেছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

রোববার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল রায়ে ওই গৃহবধূকে  এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই নারীকে, অর্থ দিতে ব‌্যর্থ হলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।

ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আসগর স্বপন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী /২০০৩) এর ১৭/১ ধারায় এ রায় দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ওই নারী হাই কোর্টে যাবেন বলে তার আইনজীবী নূরুল ইসলাম মিয়াজী  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এর আগে গত বছর ঢাকার আরেকটি আদালত কেরানীগঞ্জের আগানগর এলাকার এক নারীকে ভুয়া ধর্ষণের মামলা করায় কারাদণ্ড দিয়েছিল। সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ওই নারী।