ইডেন কলেজের জন‌্য ২৬ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী

ইডেন মহিলা কলেজের জন্য সরকারের পক্ষ থেকে ২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 02:03 PM
Updated : 19 Feb 2017, 02:03 PM

রোববার কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী কৃতিছাত্রী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।

বরাদ্দকৃত অর্থ নতুন ভবন নির্মাণ ও অন্যান্য উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত হওয়ার জন্য ইডেন কলেজকে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, “ইডেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের সার্টিফিকেট পাবে। এখানে শিক্ষার গুণগত মান রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার ২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ইডেনের জন্য, সার্বিক উন্নয়ন খুব দ্রুতই হবে।”

মাধ্যমিকে ছেলেদের চেয়ে মেয়েদের ভালো করার হার বেশি উল্লেখ করে তিনি মেয়েদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন উপস্থিত থাকলেও কোনো বক্তব্য না রেখে শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনতে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ‌্যাপক এস এম ওয়াহিদুজ্জামান এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর গায়ত্রী চ্যাটার্জি।