ঢাকায় গোলাগুলির পর আটক ৪

ঢাকার খিলগাঁও নন্দীপাড়ায় সন্ত্রাসীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের গোলাগুলির পর চারজনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 04:43 AM
Updated : 17 Feb 2017, 05:55 AM

তাদের মধ্যে খোরশেদ আলম সোহেল (৩২) নামে পুলিশের একজন ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’কে গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) নুরুন্নবি খন্দকার বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার ভোর ৪টার দিকে নন্দীপাড়ায় যায়।

“সেখানে জড়ো হওয়া সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা চালায় এবং ধাওয়া করে সোহেলসহ চারজনকে আটক করে।”

আটকদের মধ্যে সোহেলের পায়ে দুটি গুলি লেগেছে। তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে নুরুন্নবি জানান।

তিনি বলেন, “সোহেলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। চার মাস আগে একটি অস্ত্র মামলায় সে জামিনে বেরিয়ে আসে।”

সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেও বাকি তিনজনের পরিচয় এই পুলিশ কর্মকর্তা জানাতে পারেননি।