‘পরিবেশ দূষণে’ ঢাকায় ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ছাড়পত্র না থাকা ও ইটিপি স্থাপন না করায় ঢাকার শ্যামপুর এলাকার ১০টি ডাইং অ্যান্ড ইস্পাত রোলিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 11:00 AM
Updated : 15 Feb 2017, 11:00 AM

বুধবার সকালে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই।

এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরে পুলিশের নিয়ন্ত্রণে তা শান্ত হয়।

এবিষয়ে ডিএমপি ওয়ারী বিভাগের উপ-কমিশনার ফরিদ উদ্দিন বলেন, “অভিযানকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।”