ঢাবিতে মঙ্গলবার শুরু সংগীত উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দু’দিনব্যাপী ‘সংগীত উৎসব’ মঙ্গলবার থেকে শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 12:05 PM
Updated : 23 Jan 2017, 12:05 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ববন্ধনে সংগীত’ শীর্ষক প্রতিপাদ‌্যের এই উৎসবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।

মঙ্গলবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ।

অনুষ্ঠানে প্রখ্যাত গুণী শিল্পী, গীতিকার-সুরকারদের সম্মাননা দেওয়ার ছাড়াও বিভাগের প্রয়াত শিক্ষক নীলুফার ইয়াসমীন স্মরণে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ দেওয়া হবে।

অনুষ্ঠানের ভারত ও বাংলাদেশে বসবাস করা বিদেশি শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।

এছাড়া সংগীত পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং ভারত ও চীনা শিল্পীরা।