বিটিসিএলের তিন হাজার টেলিফোনে নতুন নম্বর

ঢাকার মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের প্রায় তিন হাজার টেলিফোন নম্বর বদলে যাচ্ছে আট ডিজিটে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 12:28 PM
Updated : 22 Jan 2017, 12:38 PM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৯৩৪৯২৪৭ থেকে ৯৩৪৯৯৯৯; ৯৩৫০০০০ থেকে ৯৩৫০৯৫৬; ৯৩৫৪১৯২ থেকে ৯৩৫৪৪৪৬; ৯৩৫৬৯৯৭ থেকে ৯৩৫৭২৫১ এবং ৯৩৫৭৫০৭ থেকে ৯৩৫৮২৭১ পর্যন্ত মোট ২৯৮১টি নম্বরে এই পরিবর্তন আসছে।  

‘কারিগরি ত্রুটির কারণে’ এসব নম্বর সাময়িকভাবে বন্ধ রয়েছে জানিয়ে বিটিসিএল বলেছে, শিগগিরই নম্বরগুলো আবার চালু হবে এবং নতুন নম্বর হবে আট ডিজিটের।

এসব নম্বরের শুরুতে ৪ যুক্ত করে নিলেই পাওয়া যাবে নতুন নম্বর। অন‌্য সব ডিজিট অপরিবর্তিত থাকবে।

যেমন এতোদিন যে ফোনের নম্বর ছিল ৯৩৪৯৯৯৯, সেটির নতুন নম্বর হবে ৪৯৩৪৯৯৯৯। আগের ৯৩৫০০০০ টেলিফোনের নতুন নম্বর হবে ৪৯৩৫০০০০। আগে যে নম্বর ছিল ৯৩৫৪৪৪৬, বদলে যাওয়ার পর তা হবে ৪৯৩৫৪৪৪৬।

কবে থেকে এই পরিবর্তন কার্যকর হবে তা গ্রাহকদের জানিয়ে দেবে বিটিসিএল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল কর্তৃপক্ষ।