শাহজালালে ১৫ হাজার ভুয়া আইএমইআই নম্বরের মোবাইল সেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫ হাজার ভুয়া আইএমইআই নম্বরের নকল মোবাইল সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 04:45 PM
Updated : 21 Jan 2017, 04:45 PM

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, হযরত শাহজালালের কার্গো ইউনিটের ডেলিভারি গেইটের বাইরে ২৯৮টি কার্টন থেকে মোবাইলগুলো আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে মোবাইল ফোনসেটগুলোতে নকল আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) নম্বর ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।

মইনুল খান বলেন, ঢাকা কাস্টমস হাউসের মাধ্যমে গত ১৫ই জানুয়ারি আমদানি করা ‘জি ফোন’ ব্র্যান্ডের মোবাইল ফোনের চালান গত ১৮ই জানুয়ারি খালাসের পর আগে থেকে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা সাময়িকভাবে সেটি আটক করে।

পণ্য চালানটির বাজারমূল্য আনুমানিক এক কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা (প্রতিটির মূল্য ১২০০ টাকা ধরে)।

আমদানিকারক চালানটির জন্য ১৮ লাখ ১০ হাজার ৭৫২ টাকা শুল্ককর পরিশোধ করেছেন। মোবাইল সেটের উপর মোট শুল্ককর ২২.৭৫% প্রযোজ্য বলেও জানান তিনি।