কোনো টিভি চ্যানেলের সঙ্গে জড়িত নই: বিমানমন্ত্রী

একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলেও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন দাবি করেছেন তিনি কোনো টেলিভিশন চ্যানেলের সঙ্গে জড়িত নন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 01:01 PM
Updated : 21 Jan 2017, 01:01 PM

সরকার আরও পাঁচটি নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে বলে শনিবার একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়।

ওই খবর অনুযায়ী, পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের ‘গ্লোবাল টিভি’, প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হকের ‘আমার টিভি’ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের ‘খেলা টিভি’।

বাকি দুটি চ্যানেলের মালিক দুজন সাংবাদিক বলে ওই খবরে প্রকাশ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চ্যানেলে কোথাও আমার নাম নেই। কোম্পানিতেও আমার নাম নেই।

“প্রবাসী কয়েকজন বাংলাদেশি তরুণ এবং দেশের কয়েকজন মিলে এটা করেছে। আমি তদবির করেছি মাত্র। প্রধানমন্ত্রীকে বলেছি এবং তথ্যমন্ত্রীর কাছে আমাদের লোক গিয়েছিল। এর বাইরে আমার কোনো সম্পর্ক নেই।”

দ্বিতীয় সৈয়দ হককে এ ব্যাপারে কথা বলার জন্য ফোন করা হলেও তার সাড়া মেলেনি।