জঙ্গিদের বহনে ‘ওয়েববেইজড প্রিজন ভ্যান’

জঙ্গিদের বহনে ঝুঁকি এড়াতে ‘ওয়েব বেইজড প্রিজন ভ্যান’ চালু করেছে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 05:53 PM
Updated : 19 Jan 2017, 05:53 PM

এই প্রিজনভ্যান বন্দিদের নিয়ে কোথায় যাচ্ছে এবং ভেতরে বন্দিরা কী করছে, তার সবই এখন এক স্থানে বসে কারা কর্মকর্তারা দেখতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রিজনভ্যান দুটি উদ্বোধন করেন।

তিনি বলেন, “ময়মনসিংহের ত্রিশালের ঘটনা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে এই প্রিজন ভ্যান চালু করা হল। পরবর্তীতে আরো এই ধরনের ভ্যান তৈরি করা হবে।”

বাংলাদেশে মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এই দুটি গাড়ি তৈরি করে। এতে প্রায় চার মাস সময় লেগেছে বলে

বিএমটিএফের পরিচালক (মার্কেটিং) ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মো. হাফিজুল হক সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “দুটি করে চারটি ক্যামেরা স্থাপন করা হয়েছে গাড়িতে এবং ওয়েব বেইজড করা হয়েছে। ফলে দুটি গাড়ি কোথায় আছে এবং ভেতরের বন্দিদের কৃতকর্ম অফিসে বসে মনিটরিং করা যাবে।”

একটি গাড়িতে ১১ জন আর আরেকটি গাড়িতে ৪০ জন বন্দিকে বহন করা যাবে।

কারা-মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, এই দুটি গাড়ি তৈরিতে ১ কোটি ৭৫ লাখ টাকা খরচ করতে হয়েছে।

দুটি ভ্যানই কাশিমপুর কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে জঙ্গিদের আনা-নেওয়ায় এবং ডিভিশনপ্রাপ্তদের আনা-নেওয়ায় ব্যবহৃত হবে বলে তিনি জানান।

এসব ভ্যানে চালক ছাড়াও ছয়জন নিরাপত্তাকর্মী থাকার ব্যবস্থা রয়েছে।

ত্রিশালের ঘটনার কথা উল্লেখ করে কারাপ্রধান বলেন, “ওই (জঙ্গি ছিনিয়ে নেওয়া ভ্যান) ভ্যানে সম্ভবত তিনজন নিরাপত্তাকর্মী ছিল।”