পুরান ঢাকায় গুলি করে ‘ছিনতাই’

পুরান ঢাকার ওয়ারীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীকে গুলি করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 02:59 PM
Updated : 19 Jan 2017, 02:59 PM

ডান পায়ে গুলিবিদ্ধ হারুন-অর রশিদ নামের ওই ব‌্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এবিসি গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের ক্রয় কর্মকর্তা বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোম্পনির টাকা নিয়ে তিনি নবাবপুরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে দিলীপের মাঠের কাছে তিন-চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“বাধা দিলে তারা আমার পায়ে গুলি করে পকেটে থাকা টাকা নিয়ে দ্রুত চলে যায়। আশপাশে এ সময় অনেকেই ছিল; ভয়ে কেউ এগিয়ে আসেনি।”

ছিনতাইকারীদের কাউকে চেনেন না বলে জানান হারুন।

উপ পরিদর্শক বাচ্চু বলেন, হারুনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।