ঢাকায় ‘মানবপাচার চক্রের ১৫ সদস্য’ গ্রেপ্তার

চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের পর জিম্মি করে অর্থ আদায় করে আসছিল, এমন এক আন্তর্জাতিক চক্রের সদস্য সন্দেহে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 05:03 AM
Updated : 19 Jan 2017, 05:03 AM

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।

তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি এই র‌্যাব কর্মকর্তা।

র‌্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গ্রেপ্তার ওই ১৫ জনের মধ‌্যে ১৪ জন লিবিয়ায় লোক পাঠিয়ে তাদের জিম্মি করে এবং পরে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে। অন‌্যজন মালয়েশিয়ায় একইভাবে মানবপাচার করে।”

তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে জানিয়ে এ র‌্যাব কর্মকর্তা বলেন, এই প্রতারকচক্রের শিকার এক ব্যক্তিকে ইতোমধ‌্যে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া বুধবার অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে গোলাম সারওয়ার জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে র‌্যাবের অভিযান ও এই চক্রের বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে।