ঢাবির ডিন নির্বাচনে নীল থেকে হারলেন সেই রফিকুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক পদ ‘ডিন’ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল প্যানেল ১০টি অনুষদের নয়টিতে জয়ী হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 10:00 AM
Updated : 18 Jan 2017, 11:59 AM

একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক সাদা প‌্যানেল। ওই অনুষদে নীল দলের হয়ে হেরেছেন অধ্যাপক রফিকুল ইসলাম, যার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণের পর নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ ফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে ভোটার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৯৬৫ জন শিক্ষক, যাদের ৯৫৩ জন ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে নীল দল ১০টি অনুষদের সবকটিতে প্রার্থী দিলেও সাদা দল প্রার্থী দেয় সাতটিতে। বাম সমর্থক শিক্ষকদের গোলাপী দল প্রার্থী দেয় শুধু কলা অনুষদে।

তিনটি অনুষদে নীল দলের একক প্রার্থী থাকায় সেগুলোতে ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা।

ভোট হওয়া সাত অনুষদের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ বাদে বাকি ছয়টিতে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছেন।

নীল দল থেকে ভোটে নির্বাচিত ডিনরা হলেন- কলা অনুষদে ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আব্দুল আজিজ, ব্যবসায় অনুষদে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমদাদুল হক, ফার্মেসি অনুষদে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রহমান, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক নিসার হোসেন।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ডিন নির্বাচিত হয়েছেন সাদা দলের প্রার্থী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের পাশে অধ‌্যাপক রফিকুল ইসলাম (ছবিতে বাঁয়ে), যার ভাইয়ের বিরুদ্ধে মাগুরায় যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

এই অনুষদে নীল দলের প্রার্থী ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম। তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় নীল দলের মধ‌্যেই তাকে মনোনয়নের বিরোধিতা ছিল।

একক প্রার্থী হওয়ায় সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক রহমত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।