এমপি লিটন হত্যা: জামায়াত নেতার ছেলেসহ দুইজন ঢাকায় গ্রেপ্তার

গাইবান্ধার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন হিসেবে ঢাকা থেকে দুইজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে, যাদের একজন সুন্দরগঞ্জের এক জামায়াত নেতার ছেলে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 08:36 AM
Updated : 12 Jan 2017, 08:47 AM

র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে ওই দুইজনকে তারা গ্রেপ্তার করেন।

এরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির (পশ্চিম) হাজি ইউনূসের ছেলে আশরাফুল ও তার সহযোগী জহিরুল ইসলাম।

তাদের সাংসদ লিটন হত‌্যার ঘটনার ‘প্রধান সন্দেহভাজন’ হিসেবে বর্ণনা করে এই র‌্যাব কর্মকর্তা বলেন, দুইজনকে সুন্দরগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় সাংসদ লিটনকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

লিটন হত্যার ঘটনায় এর আগে দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ‌্যে সুন্দরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ, সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চলের জামায়াত আমীর সাইফুল ইসলাম মণ্ডলও রয়েছেন।