এক নজরে নারায়ণগঞ্জ নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটাররা প্রথমবারের মত দলীয় প্রতীকে ভোট দিয়ে নতুন মেয়র নির্বাচন করছেন বৃহস্পতিবার।

মঈনুল হক চৌধুরীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2016, 04:03 PM
Updated : 22 Dec 2016, 11:57 AM

২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হবে দ্বিতীয় নির্বাচন, যার আয়োজনে ৫ কোটি ৯৯ লাখ টাকা ব‌্যয় ধরা হয়েছে।

প্রথমবার নির্দলীয় নির্বাচনে জয়ী হয়ে মেয়র হয়েছিলেন সেলিনা হায়াত আইভী। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। আরেক বড় দল বিএনপির প্রার্থী হিসেবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ধানের শীষের সাখাওয়াত হোসেন খান।

এবারের নির্বাচনে মেয়র পদে আরও পাঁচজন প্রার্থী থাকলেও স্বাভাবিকভাবেই দীর্ঘদিন দেশ শাসন করা এ দুটি দলের প্রার্থীদের নামই স্থানীয় সরকারের এ নির্বাচনে বেশি আলোচিত হচ্ছে।    

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ২০১৬

>> ভোট চলবে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

>> ভোটার রয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। তাদের মধ‌্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ; লাখ ৩৫ হাজার ২৬৯ জন নারী।

>> একজন মেয়র, ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ২৭টি ওয়ার্ডের জন‌্য একজন করে কাউন্সিলর বেছে নেবেন তারা।

>> তিন পদের জন্য ব্যালট ছাপানো হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৭৯৩টি।

>> মেয়র পদের ব‌্যালট সাদা, যেখানে প্রার্থীর নামও প্রতীক থাকবে। সংরক্ষিত নারী কাউন্সিলরের গোলাপী ও কাউন্সিলর পদের সবুজ ব‌্যালটে কেবল প্রার্থীর মার্কা থাকবে।   

>> ১৭৪ কেন্দ্রের ১৩০৪টি কক্ষে এসব ব্যালটে রায় জানাবেন ভোটাররা।

>> গণনা শেষে ফল ঘোষণা হবে নারায়ণগঞ্জ ক্লাবে রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

 

প্রার্থী সংখ‌্যা

# মেয়র পদে ৭ জন

# সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন

# ওয়ার্ড কাউন্সিলর পদে ১৫৬ জন

# মেয়র পদের প্রার্থীরা সবাই বিভিন্ন দল মনোনীত। বাকি দুই পদে নির্দলীয় ভোট হচ্ছে।  

মেয়র হতে চান ৭ জন

দল

প্রার্থী

প্রতীক

আওয়ামী লীগ

সেলিনা হায়াত আইভী

নৌকা

বিএনপি

সাখাওয়াত হোসেন খান

ধানের শীষ

বিপ্লবী ওয়ার্কাস পার্টি

মাহবুবুর রহমান ইসমাইল

কোদাল

এলডিপি

কামাল প্রধান

ছাতা

ইসলামী আন্দোলন বাংলাদেশ

মাসুম বিল্লাহ

হাতপাখা

কল্যাণ পার্টি

রাশেদ ফেরদৌস

হাতঘড়ি

ইসলামী ঐক্যজোট

মুফতি এজহারুর হক

মিনার

নির্বাচনের তফসিল ঘোষিত হয় ১৪ নভেম্বর। মনোনয়ন জমা নেওয়া হয় ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ২৭ নভেম্বর বাছাই হয়। ডিসেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

কর্মী বাহিনী

>> নারায়ণগঞ্জে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ইসির উপ সচিব মো. নুরুজ্জামান তালুকদার।

>> তার সঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, সহিদ আব্দুস সালাম, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ শফিকুর রহমান, মুহাম্মদ নাজিম উদ্দীন, মো. রশিদ মিয়া, সাইয়েদ মো. আনোয়ার খালেদ, মো. ওমর ফারুক মো. সুমন মিয়া আছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে

>> রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাড়াও প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা; ১২১৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২৪৩৪ জন পোলিং কর্মকর্তা আছেন।

>> সব মিলিয়ে ভোটের দায়িত্বে আছেন প্রায় ৪ হাজার কর্মকর্তা।

আইনশৃঙ্খলায় সাড়ে ৯ হাজার সদস্য

বিএনপির পক্ষ থেকে সিটি নির্বাচনে বারবার সেনা মোতায়েনের দাবি এলেও বিদ্যমান পরিস্থিতিতে তার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

# নির্বাচনী এলাকায় ভোটের পরদিন পর্যন্ত পুলিশের হাজার, র‌্যাবের ৬০০, বিজিবির ২২ প্লাটুন, কোস্টগার্ডের প্লাটুন এবং ব্যাটালিয়ন আনসার, আনসার-ভিডিপি শিল্প পুলিশ সদস‌্যরা থাকবেন।

# ‘স্ট্রাইকিং ফোর্সহিসেবে সোমবার নেমেছে বিজিবি; তাদের ১০ প্লাটুন থাকছে সিদ্ধিরগঞ্জে। এছাড়া শহর এলাকায় বন্দর এলাকায় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

# প্রতি ওয়ার্ডে তিনটি করে পুলিশের মোট ৮১টি টিম টহলে রয়েছে। প্রতিটি দলে আছেন ১২ জন করে।

# প্রত‌্যেক ভোট কেন্দ্রে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ জন। এর মধ্যে অস্ত্রসহ ৭ জন পুলিশ, ব্যাটালিয়ন আনসার জন আর আনসার-ভিডিপির ১৪ জন।

# গোলযোগের শঙ্কা রয়েছে এমন ১৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকছে বাড়তি মনোযোগ।

# ডিসেম্বর থেকে ওয়ার্ডগুলোতে নেমেছেন ২৭ নির্বাহী হাকিম ও ৬ বিচারিক হাকিম। ভোটের দিন মোবাইল স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্বে থাকবেন ৪৪ জন নির্বাহী হাকিম। এছাড়া ১৪ জন বিচারিক হাকিমও ভোটের দিন দায়িত্ব পালন করবেন।

নজর রাখবে যারা

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি সংস্থার ৩২০ জনকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৩১৮ জন দেশি, দুইজন বিদেশি।

>> নয়টি সংস্থার ১৮৫ জন স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করবেন।

>> কেন্দ্রীয়ভাবে থাকছেন ছয়টি সংস্থার ১৩৩ জন।

দেশি পর্যবেক্ষক : জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ-জানিপপ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, ডেমোক্রেসিওয়াচ, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ব্রতী, কোস্ট ট্রাস্ট ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ‌্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি, হোস্টেড রিসোর্স ডেভেলপমেন্ট অ‌্যাসোসিয়েটস, ইনোভেশন ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, পলিসি রিসার্চ স্টাডিজ ফাউন্ডেশন, খান ফাউন্ডেশন, সোসাইটি ফর রুরাল বেসিক নিড, বাংলাদেশ মানবাধিকার সংস্থা ফেমা।

বিদেশি পর্যবেক্ষক: এশিয়া ফাউন্ডেশনের দুইজন।

ইসি: প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে মোট নয়জনকে দিয়ে ভোটের দিকে নজর রাখবে নির্বাচন কমিশনও।

সাংবাদিক: বিভিন্ন সংবাদমাধ‌্যমের ১১২২ জন সংবাদকর্মী নারায়ণগঞ্জের বাইরে থেকে আসছেন সংবাদ সংগ্রহের জন‌্য। তাদের সঙ্গে স্থানীয় সাংবাদিকরাও থাকছেন।   

ফিরে দেখা প্রথম নির্বাচন

২০১১ সালের মে নারায়ণগঞ্জ পৌরসভা, কদম রসুল পৌরসভা সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার।

ওই বছর ৩০ অক্টোবরের এনসিসি নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী সাবেক সাংসদ শামীম ওসমানকে এক লাখেরও বেশি ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন শহর আওয়ামী লীগের সহ সভাপতি আইভী।

>> নির্দলীয় ওই ভোটে মেয়র পদে প্রার্থী ছিলেন ছয় জন। সাধারণ কাউন্সিলর পদে ২৫০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

>> আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পান ১৮০০৪৮ ভোট; তার প্রতীক ছিল দেয়াত কলম।

>> নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমানের দেয়াল ঘড়িতে জুটেছিল ৭৮৭০৫ ভোট।

>> বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকারের প্রতীক ছিল আনারস; তিনি পান ৭৬১৬ ভোট।

>> এছাড়া গরুর গাড়ি প্রতীকে আতিকুর রহমান নান্নু মুন্সী ৬৬১২ ভোট, হাঁস প্রতীকে শরীফ মোহাম্মদ ১৪৯৩ এবং তালা প্রতীকে আতিকুল ইসলাম জীবন ১৮৫৫ ভোট পান।

সেবার নারায়ণগঞ্জের ৯টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে ভোট দেন নারায়ণগঞ্জবাসী। এবার সব কেন্দ্রেই ভোট হবে সনাতনি ব‌্যালটে।

২০১১ সালের ২৭ নভেম্বর দেশের প্রথম নারী সিটি মেয়র হিসেবে শপথ নেওয়া আইভী ডিসেম্বর দায়িত্ব নেনওই বছরের ২৭ ডিসেম্বর সিটি করপোরেশনের প্রথম সভা হওয়ায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বরের মধ্যে ভোট করার আইনি বাধ্যবাধকতা ছিল ইসির।