ব্রিটেনের রাণীর কাছে হাই কমিশনার কাওনাইনের পরিচয়পত্র পেশ

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার মো. নাজমুল কাওনাইন রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 07:13 PM
Updated : 9 Dec 2016, 08:02 PM

শুক্রবার বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাণীর কাছে তিনি এই পরিচয়পত্র পেশ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিচয়পত্র পেশের পর সাক্ষাতে রাণী এলিজাবেথ হাই কমিশনার নাজমুল কাওনাইনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

যুক্তরাজ্যে বাংলাদেশের তৎকালীন হাই কমিশনার এম এ হান্নান অবসরে যাওয়ার পর গত ২৮ অক্টোবর লন্ডন মিশনে যোগ দিয়ে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কাওনাইন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর নাজমুল কাওনাইনকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়য়।

বাংলাদেশ কর্ম কমিশন (বিসিএস) ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নাজমুল কাওনাইন লন্ডন মিশনে যোগ দেওয়ার আগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি জেনেভার গ্রাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।